facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০২ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫

Walton

ডেঙ্গুর ভয়াবহ থাবা: আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৯৫ হাজার


০৭ ডিসেম্বর ২০২৪ শনিবার, ১০:৪৪  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ডেঙ্গুর ভয়াবহ থাবা: আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৯৫ হাজার

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৫ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২২ জনে

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬২ জন রোগী। এতে চলতি বছরের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৫ হাজার ৬৩২ জনে

মারা যাওয়া ৫ জনের মধ্যে চারজন ঢাকা বিভাগের বাসিন্দা এবং অপরজন খুলনা বিভাগে মারা গেছেন। তবে আশার কথা, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০৩ জন রোগী। চলতি বছরে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৯২ হাজার ৭০২ জন

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই সতর্কতা অবলম্বন ও এডিস মশা নিধনে জরুরি পদক্ষেপের তাগিদ দিয়েছেন তারা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: