facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

ডেঙ্গু প্রতিরোধে স্বপ্নের উদ্যোগ


০৯ জুলাই ২০২৩ রবিবার, ০৫:০৩  পিএম

সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার বিজনেস24.কম


ডেঙ্গু প্রতিরোধে স্বপ্নের উদ্যোগ

দেশে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে দুই দশকের বেশি সময় ধরে। তবে চলতি বছরে কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। এবার যত সময় ধরে এর প্রকোপ চলছে, তা আগে দেখা যায়নি। তাই ডেঙ্গু প্রতিরোধে দেশের অন্যতম রিটেল চেইন শপ ‘স্বপ্ন’ ভিন্ন এক উদ্যোগ নিয়েছে।

মশানিধন জাতীয় বেশকিছু পণ্যে ডিসকাউন্ট দিয়ে পণ্য বিক্রি শুরু করেছেন প্রতিষ্ঠানটি। জানা যায়, এসিআই অ্যারোসল স্প্রে ৪৭৫ মি.লি. পণ্যে থাকছে ৩০ টাকা সাশ্রয়।

এ ছাড়া হিট অ্যারোসল স্প্রে ৪০০ মি.লি. পণ্যে ৫০% ছাড়, গুডনাইট অ্যাডভান্স অ্যাকটিভ ৪৫ মি.লি. পণ্যে ২ রিফিল প্যাকে ৬০ টাকা সাশ্রয়, ভ্যাসলিন মসকিউটো ডিফেন্স লোশন ৫০ বা ১০০ মি.লি. পণ্যে ১০-২০ টাকা সাশ্রয় এবং ঈগল পাওয়ার মেগা কয়েল ২টি কিনলে থাকছে ১টি ফ্রি। এ অফারগুলো চলবে নিকটস্থ স্বপ্ন আউটলেটে স্টক থাকা পর্যন্ত।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ