০৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ১২:৩৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, "ডেভিল যতদিন শেষ না হবে, ততদিন পর্যন্ত অভিযান চলবে।"
গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের অনেককে ইতোমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে এবং বাকিদেরও দ্রুত ধরা হবে বলে জানান তিনি।
তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের টার্গেট করেই চলবে ‘ডেভিল হান্ট’ অভিযান।"
এদিকে, গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের ওপর বর্বর হামলার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গুরুতর আহত সাতজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন, একজনের অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যৌথ বাহিনী ইতোমধ্যেই সাঁড়াশি অভিযান শুরু করেছে, গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক জানিয়েছেন, "হামলার ঘটনায় আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।"
পাঁচজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "দেশবাসী জানে, তারা কী অপরাধ করেছে।"
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।