১০ আগস্ট ২০১৬ বুধবার, ১০:৫৯ এএম
শেয়ার বিজনেস24.কম
কর্মসংস্থানের জন্য দক্ষতা, যুবকর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে স্কিল সামিট-২০১৬। আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ঢাকায় দুই দিনব্যাপী এ স্কিল সামিট হবে।
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে স্কিল সামিট আয়োজন উপলক্ষে মঙ্গলবার এক প্রস্তুতিসভায় এ তথ্য জানানো হয়। প্রস্তুতিসভায় মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন কাশেম খান, মহাসচিব ফারুক আহমেদ, আইএলও-এর উপপরিচালক গগন রাজভান্ডারিসহ দেশি-বিদেশি বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতিসভায় সিদ্ধান্ত হয়, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী এ সামিট হবে।
সামিটের প্রথম দিন বাংলাদেশে শোভন কর্মসংস্থানের জন্য দক্ষতা, যুবকর্মসংস্থান, প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। সামিটের দ্বিতীয় দিন শোভন কাজের সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ, শিল্প কারখানায় শ্রমিক-মালিক সম্পর্ক, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক যোগাযোগ কীভাবে স্থায়ী রূপ দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।