১৩ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার, ০২:৫৩ পিএম
শেয়ার বিজনেস24.কম
![]() |
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দশম হজ ও ওমরাহ মেলা।
হজে গমনেচ্ছু লোকজনকে আকৃষ্ট করতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ মেলা চলবে ১৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত।
মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার মেলার তারিখ ঘোষণা করেন। এ ছাড়া সরকারের কাছে তিনি নানা দাবি-দাওয়া তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ, জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হেলাল, যুগ্ম মহাসচিব মোজাম্মেল হোসেন, অর্থ সচিব ফজলুল ওয়াহাব মাসুম, সংস্কৃতিসচিব নূর মোহাম্মদ, সাবেক সহসভাপতি আবদুল কবির খান প্রমুখ।
লিখিত বক্তব্যে ইব্রাহিম বাহার বলেন, মোট হজযাত্রীর ৯৮ ভাগ বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন। তাই হজ গমনেচ্ছু লোকজনের মধ্যে যোগসূত্র স্থাপন, হজযাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের বর্জন এবং হজসংক্রান্ত প্রশিক্ষণ প্রদানই মূলত হজ ও ওমরাহ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য।
হজযাত্রীদের প্রতারিত হওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে ইব্রাহিম বাহার বলেন, হজ এজেন্টকে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হওয়ার আগে হজযাত্রীদের পাসপোর্ট হস্তান্তর করা থেকে বিরত থাকতে হবে। কোনো অবস্থাতে কোনো মধ্যস্বত্বভোগী বা কাফেলার সঙ্গে হজে গমনের জন্য আর্থিক লেনদেন করা যাবে না।
বর্তমানে হজে যেতে হলে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনসের মাধ্যমে যেতে হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আপিল বিভাগ ৮ ডিসেম্বর ‘থার্ড ক্যারিয়ার’ ওপেন করার নির্দেশ প্রদান করেছেন। এ জন্য দ্রুত আদালতের রায় বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়।
চাঁদ দেখা সাপেক্ষে ২০১৭ সালের ১ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য ১ ডিসেম্বর বাংলাদেশ সচিবালয়ে ২০১৭ সালের হজের প্রস্তুতি সভায় ধর্ম মন্ত্রণালয় ২০ ডিসেম্বর থেকে হজের প্রাক্-নিবন্ধন শুরুর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নের নির্দেশনা দেয়।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে এরও বিরোধিতা করেন হাবের সভাপতি ইব্রাহিম বাহার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হজের প্রশাসনিক অনেক কর্মকাণ্ড বাকি রয়েছে। তা ছাড়া হজের প্যাকেজ ঘোষণা হয়নি। এখনো কোনো সুস্পষ্ট নীতিমালাও প্রকাশ করা হয়নি। এ ধরনের সিদ্ধান্ত নিতে হয় আন্তমন্ত্রণালয়ের বৈঠকে। আমার জানামতে, এ ধরনের কোনো বৈঠক হয়নি। সুতরাং এটা হাওয়া থেকে আসা সিদ্ধান্ত।’
৩০ জানুয়ারির পর হজের প্রাক্-নিবন্ধন কার্যক্রম শুরুর দাবি জানান তারা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।