facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

ঢাবিতে ছাত্রলীগের সেবায় খুশি ভর্তিচ্ছু-অভিভাবকরা


১২ মে ২০২৩ শুক্রবার, ১২:২০  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ঢাবিতে ছাত্রলীগের সেবায় খুশি ভর্তিচ্ছু-অভিভাবকরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের নানা ধরনের সেবা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ মে) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাস ঘুরে দেখা যায়, কলাভবন, কার্জন হলসহ বিভিন্ন পয়েন্টে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক, শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে নেওয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, জরুরি মেডিকেল সেবা, জয় বাংলা বাইক সার্ভিস, মাস্ক, কলম ও পানি সারবরাহ করেন তারা।

এ ছাড়া সন্তানদের পরীক্ষার কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে বা মাটিতে বসে থাকতে হতো অভিভাবককে। সেই অভিভাবকদের জন্য বসার ও সুপেয় পানির ব্যবস্থা করেছে ঢাবি ছাত্রলীগ। শিক্ষার্থী ও তাদের সঙ্গে আগত অভিভাবকের ব্যবহারের জন্য ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা এবং তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রাথমিক চিকিৎসাকেন্দ্র গঠন করতেও দেখা যায়।

ছাত্রলীগ নেতাকর্মীদের এমন সেবায় মুগ্ধতা প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। তারা বলছেন, ছাত্রলীগের ছেলে-মেয়েদের সেবায় তাদের হয়রানি এবং ভোগান্তি দুইটাই কমেছে। সকল ছাত্র সংগঠনের কাছে এমনটি প্রত্যাশা করেন তারা।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিতে আসা তামান্না সুলতানা বলেন, `ঢাকায় এর আগে আসা হয়নি। তাই পরীক্ষার কেন্দ্র চিনতে সমস্যা হচ্ছিল। পরে ছাত্রলীগের ডেস্ক দেখে সেখান থেকে সহায়তা নিয়েছি। ভাইয়ারা আমাকে কলম এবং পানি দিয়েছেন।`

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ভর্তিচ্ছু শিক্ষার্থী নাঈমুল ইসলাম বলেন, `আমি একা আসায় মোবাইল, ব্যাগ এবং মানিব্যাগ রাখা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম। পরে যখন আমাদের অন্য বন্ধুরা ছাত্রলীগের ডেস্কে জমা রাখছিল তখন আমিও জমা রাখি। ছাত্রলীগকে এমন সুন্দর ব্যবস্থার জন্য ধন্যবাদ।`

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, `ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিবারের ধারাবাহিকতায় এবারও আমরা ভর্তিচ্ছুদের নানা ধরনের সেবা দিয়েছি। ক্যাম্পাসে আমরা ১৮টি বুথ বসিয়েছি। এছাড়া আছে মেডিকেল টিম ও মোবাইল টয়লেটের ব্যবস্থা। সর্বোপরি ঢাবিতে ভর্তিচ্ছুক এবং তাদের অভিভাবকদের জন্য আমরা সুন্দর ব্যবস্থা রাখার চেষ্টা করছি।`

ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, `পরীক্ষা যতদিন চলবে যেকোনো প্রয়োজন ও পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্বেচ্ছাসেবকরা ততদিন ভর্তিচ্ছুদের পাশে থাকার অঙ্গীকার করছে।`

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: