facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

তাপদাহে মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধ


০৭ জুন ২০২৩ বুধবার, ০৪:৩৮  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


তাপদাহে মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধ

দেশে তাপদাহের কারণে প্রাথমিক স্তরের পর এবার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার (৮ জুন) বন্ধ ঘোষণা করেছে সরকার। বুধবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত তাপপ্রবাহের সতর্কবার্তায় আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। এই তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী বৃহস্পতিবার (৮ জুন) বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষককে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে। তাপদাহের কারণে এর আগে ৫ থকে ৮ জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: