facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

তামিমের সিদ্ধান্তে দুলছে বিসিবি!


০৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১০:৩৪  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


তামিমের সিদ্ধান্তে দুলছে বিসিবি!

 

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় চেয়ে নিয়েছেন তামিম ইকবাল। সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে আজ দুই দফা আলোচনার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে পরামর্শ করে তামিম দ্রুত সিদ্ধান্ত জানাবেন।

আগামী ১২ জানুয়ারির মধ্যে ১৫ জনের চূড়ান্ত দল আইসিসিকে পাঠাতে হবে। নির্বাচকেরা তামিমকে দলে চাইলেও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের চিন্তা করছেন। শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারেও তামিমকে এমন ইঙ্গিত দিতে শোনা গেছে।

প্রথম দফায় তামিম তার অবসর পরিকল্পনার কথা জানানোর পর দ্বিতীয় দফা আলোচনায় কিছুটা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও সময় চেয়েছেন।

গাজী আশরাফ বলেন, "আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে তামিমকে আরও কিছুটা সময় দেওয়া যেতে পারে। তার যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা তার ফেরার অপেক্ষায় আছি।"

অন্যদিকে, সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে বোর্ড। সাকিবের ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে, আর তামিমের সিদ্ধান্তই এখন সবচেয়ে আলোচিত বিষয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ