facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শনিবার, ২০২৫

Walton

তিতাস গ্যাসে চাকরি, অফিস সকাল ৯টা থেকে বেলা ১টা


১৫ এপ্রিল ২০২৫ মঙ্গলবার, ০১:১২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


তিতাস গ্যাসে চাকরি, অফিস সকাল ৯টা থেকে বেলা ১টা

পেট্রোবাংলার আওতাধীন প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিতাস ‘মেডিকেল রিটেইনার’ পদে কর্মী নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে মোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে এসএসএমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

তিতাস গ্যাসের ‘মেডিকেল রিটেইনার’ পদটি খণ্ডকালীন। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। এ পদে কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত।

প্রার্থীর বয়স: ১০ এপ্রিল ২০২৫–এর মধ্যে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩৯ বছর হতে হবে।

আবেদনের যোগ্যতা

*সরকার অনুমোদিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাসসহ ১ বছরের ইন্টার্নি থাকতে হবে।

*বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন ২০২৫ সাল পর্যন্ত নবায়নকৃত হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি
 

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ২২৩ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৪ মে ২০২৫, বিকেল ৫টা।

বি. দ্র. এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস টিঅ্যান্ডডি পিএলসির ওয়েবসাইটে ১৫/০৫/২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (সূত্র নং-২৮.১৩.০০০০.০৫৩.১১.০০১.২৪/২৯৯৪, তারিখ: ১৫/০৫/২০২৪) বাতিল করা হলো।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: