facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

তিন কোম্পানির শেয়ার দরে সুখবর


০৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার, ১১:৪৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


তিন কোম্পানির শেয়ার দরে সুখবর

 

দেশের শেয়ারবাজারে আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ওঠানামায় লেনদেন চলছে। বেলা সাড়ে ১১টায় ডিএসইর প্রধান সূচক ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮১১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট লেনদেন হয়েছে ২৭৬ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ১৫৮টির দর বেড়েছে, কমেছে ১৬৫টির ও অপরিবর্তীত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারদর। এর মধ্যে তিন কোম্পানির বিনিয়োগকারীদের জন্য সুখবর রয়েছে। দর বাড়া কোম্পানিগুলোর মধ্যে তিনটির শেয়ার দর আগের দিনের ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও ঊর্ধ্বমুখী রয়েছে ।

কোম্পানি তিনটি হলো- এমবি ফার্মা, লিবরা ইনফিউশন এবং লিনডে বিডি।

এমবি ফার্মা

এমবি ফার্মার শেয়ারের গত রোববার ক্লোজিং দর ছিল ৮৬৭ টাকা ৮০ পয়সায়। কোম্পানিটির শেয়ার লেনদেন গতকাল সোমবার শুরু হয় ৮৮০ টাকায়। আর লেনদেন শেষে এই শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯৩২ টাকা ৮০ পয়সায়।

আর আজ বেলা সাড়ে ১১টায় কোম্পানিটির শেয়ার দর ৩৩.৪০ টাকা বেড়ে ৯৬৬ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।

লিবরা ইনফিউশন

লিবরা ইনফিউশনের শেয়ারের গত রোববার ক্লোজিং দর ছিল ৭৫৫ টাকা ৮০ পয়সায়। কোম্পানিটির শেয়ার লেনদেন গতকাল সোমবার শুরু হয় ৭৭৩ টাকায়। আর লেনদেন শেষে এই শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮১২ টাকা ৪০ পয়সায়। আর আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ৬০.৯০ টাকা বেড়ে ৮৭৩ টাকা ৩০ পয়সায় দাঁড়ায়।

লিনডে বিডি

এ কোম্পানির শেয়ারের ক্লোজিং দর গত রোববার ছিল এক হাজার ২২৮ টাকা ৯০ পয়সায়। কোম্পানিটির শেয়ার লেনদেন সোমবার শুরু হয় এক হাজার ২৫০ টাকায়। আর লেনদেন শেষে এই শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় একহাজার ৩০৫ টাকা ৭০ পয়সায়। আর আজ বেলা সাড়ে ১১টায় এ শেয়ারের দর ৪৮.৬০ পয়সা বেড়ে ১ হাজার ৩৫৪ টাকা ৩০ পয়সায় দাঁড়ায়।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: