২৭ জুন ২০২৩ মঙ্গলবার, ০১:৩১ পিএম
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
চলতি বছরের শেষ দিকে আইফোন-১৫ সিরিজের ঘোষণা দিতে পারে অ্যাপল। এবারের আইফোন-১৫ সিরিজে ক্যামেরাসহ মোট তিনটি বিষয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আইফোন-১৫ সিরিজে ডাইনামিক আইল্যান্ড ও ব্যাক প্যানেল, ক্যামেরা এবং ইউএসবি টাইপ-সিতে বেশ বড় ধরনে বদল আনতে যাচ্ছে অ্যাপল।
ডাইনামিক আইল্যান্ড ও ব্যাক প্যানেল
আইফোন-১৫ সিরিজের মডেলগুলোতে অ্যাপলের ডায়নামিক আইল্যান্ড ফিচার দেয়া হবে। এর ফলে ফোনটিতে একটি পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন থাকবে। এছাড়া আইফোন-১৪ প্রো মডেলের মতো আইফোন-১৫ এবং আইফোন-১৫ প্লাসে একটি ম্যাট কালার ফিনিশিংসহ ফ্রস্ট্রেড গ্ল্যাস ব্যাক ফিচারও দেয়া হতে পারে।
ক্যামেরায় থাকছে বড় পরিবর্তন
আইফোনের এডিশনগুলোতে সাধারণত দেখা যায় ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়। তবে আসছে আইনফোন-১৫ সিরিজে সেটিতে আরও ১২ মেগাপিক্সেল যুক্ত করা হতে পারে। এছাড়া ফোনটিতে থাকবে বিশেষ ক্ষমতা সম্পন্ন মডিউল যা অন্যান্য সেন্সর ছাড়াও কমপক্ষে ৫ গুণ বেশি অপটিক্যাল জুম ক্ষমতাসম্পন্ন পেরিস্কোপ লেন্স যুক্ত।
ইউএসবি টাইপ-সি পোর্ট
আইফোন-১৫ সিরিজে সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসতে পারে সেটি হলো ইউএসবি পোর্টে। আইফোন-১৪ সিরিজ পর্যন্ত লাইটনিং পোর্টই ব্যবহার হয়ে আসছিল। তবে এবার আইফোন-১৫ সিরিজে টাইপ-সি পোর্ট ব্যবহার করতে পারে অ্যাপল। সূত্র: ফার্স্ট পোস্ট, ম্যাক রিউমার
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।