facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

তিন প্রাথমিক বিদ্যালয়ের শ্রুতিকটু নাম পরিবর্তন


৩১ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার, ০৫:৪৭  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


তিন প্রাথমিক বিদ্যালয়ের শ্রুতিকটু নাম পরিবর্তন

দেশের বিভিন্ন এলাকায় থাকা প্রাথমিক বিদ্যালয়গুলোর শ্রুতিকটু নাম পরিবর্তন শুরু হয়েছে। প্রাথমিকভাবে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে এক সভায় এ পরিবর্তন আনা হয়। চলতি বছরের ১৯ জানুয়ারি নেয়া ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা’ অনুসারে এ পরিবর্তন আনা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের ‘জিন্নাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র নাম পরিবর্তন করে ‘রূপাবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে। মৌলভীবাজার জেলার সদর উপজেলার ‘বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র নাম পরিবর্তন করে ‘মৌলভীবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং নেত্রকোনার পূর্বধলার ‘চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে ‘আলোর ভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

নাম পরিবর্তনের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রুতিকটু ও নেতিবাচক নাম শিশুর রুচি, মনন, বোধ ও পরিশীলিভাবে বেড়ে ওঠার জন্য অন্তরায়। যার কারণে মন্ত্রণালয় এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুন্দর, রুচিশীল, শ্রুতিমধুর এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় ইতিহাস, সংস্কৃতির সঙ্গে মানানসই নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করে। পর্যায়ক্রমে সারাদেশের এরকম নেতিবাচক নাম পরিবর্তন করা হবে।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: