৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার, ০৫:৪০ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
জামালপুরে চলমান শেখ হাসিনা নকশিপল্লী প্রকল্পের জন্য তিন ফসলি কৃষি আবাদি জমি অধিগ্রহণ না করার দাবিতে জমির মালিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জামালপুর সদর উপজেলার হাটচন্দ্রা এলাকায় জমির মালিকদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক মো. জাহাঙ্গীর আলম, সিরাজুল হক মাস্টার, মো. মুরাদুজ্জামান ও মো. মিন্টু মিয়া।
এ সময় বক্তারা বলেন, সরকারি আদেশে জামালপুর জেলা প্রশাসন সদর উপজেলার জামালপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চন্দ্রা ও চরচন্দ্রা মৌজা এবং মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরবানিপাকুরিয়া ও চরপলিশা মৌজায় কৃষকদের জমি অধিগ্রহণ করে "শেখ হাসিনা নকশীপল্লী, জামালপুর (১ম পর্যায়)" নামে একটি বৃহৎ প্রকল্প স্থাপনের কার্যক্রম চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, ঝিনাই নদীর পশ্চিমপাড়ে উর্বর চরাঞ্চলের এসব জমিতে আমন ধান, বোরো ধান, পাট, মরিচ, সরিষা, কপি, গোল আলু, মিষ্টি আলু, টমেটা, মুলা, গাঁজর, বেগুন, লাউসহ বিভিন্ন প্রকার ফসল ও সবজি আবাদ হয়। এসব ফসল ও সবজি আবাদ করে নিজেদের খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে কৃষকরা অর্থ উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন বংশ পরম্পরায়। এই তিনফসলি জমিগুলো হলো কৃষকের প্রাণ। কৃষি জমি অধিগ্রহণ না করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জমা দেন তারা। এর অনুলিপি ভূমিমন্ত্রী, ভূমিমন্ত্রণালয়ের সচিব, জামালপুর সদর আসনের সংসদ সদস্য, সদর উপজেলা ও মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবরও পাঠানো হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।