০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ১১:৩৫ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মানবতার মঙ্গল কামনা করা হয়েছে। আজ রবিবার সকাল ৯টা ১১ মিনিটে শুরু হওয়া এই মোনাজাতে হাজারো মুসল্লি অংশ নেন। মাওলানা জোবায়েরের পরিচালনায় মোনাজাতের সময় মুসল্লিদের কণ্ঠে উচ্চারিত হয় ‘আমিন, আমিন’ ধ্বনি, যা মুখর করে তোলে পুরো ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা।
মোনাজাতে মুসল্লিরা মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও মানবতার জন্য দোয়া করেন। দুই হাত তুলে কেঁদে কেঁদে আল্লাহর রহমত প্রার্থনা করেন তারা।
মোনাজাতে অংশ নিতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলা থেকে হাজারো মানুষ টঙ্গীর ইজতেমা ময়দানে ভিড় করেন। গতকাল শনিবার রাত থেকেই মুসল্লিদের ঢল নামে মাঠের দিকে। স্থান সংকুলান না হওয়ায় আশপাশের সড়ক, মহাসড়ক, বাস-ট্রাকের ছাদ এবং নদীর পারে অবস্থান নেন মুসল্লিরা।
এর আগে, আজ ফজরের নামাজের পর ভারতের মাওলানা আব্দুর রহমানের হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে শেষ দিনের কার্যক্রম শুরু হয়। এরপর মাওলানা ইব্রাহিম দেওলা নসিহত প্রদান করেন। সকাল ৯টা ১১ মিনিটে শুরু হওয়া মোনাজাত শেষ হয় ৯টা ৩৫ মিনিটে।
মোনাজাতের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত এবং টঙ্গী-ঘোড়াশাল সড়কের বিভিন্ন স্থানে মুসল্লিদের উপস্থিতিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের ভবন, দোকানপাট ও কারখানার ছাদেও দেখা যায় দণ্ডায়মান মানুষের সারি।
সাভার থেকে আসা মুসল্লি মো. আরমান হোসেন জানান, ‘আমাদের এলাকার তাবলিগের জামাতের সঙ্গে মোনাজাতে অংশ নিতে গতকাল সন্ধ্যায় আসি। রাতে মাঠের পাশে ছিলাম, এরপর সকালে মোনাজাতে অংশ নিই।’
এবার তাবলিগ জামাতের মাওলানা জোবায়ের অনুসারীরা দুই ধাপে ইজতেমা করছেন। আজ শেষ হলো প্রথম ধাপের ইজতেমা, যাতে ৪১ জেলা ও ঢাকার একটি অংশের মুসল্লিরা অংশ নেন। আগামীকাল সোমবার থেকে শুরু হবে দ্বিতীয় ধাপ, যা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, মাওলানা সাদের অনুসারীরা ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা পালন করবেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।