০৮ জানুয়ারি ২০২৫ বুধবার, ১০:৫৪ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, অস্বাভাবিক দর বাড়ার সঙ্গে কি কোনো কারসাজি রয়েছে কিনা তা ধরতেই এই নোটিশ দেয়া হতে পারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
গত ১১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিলো ৪৭ টাকা ৮০ পয়সায়। আর মঙ্গলবার (০৭ জানুয়ারি) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ৫৯ টাকা ৮০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ১৭ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
সোনারগাঁও টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, অস্বাভাবিক দর বাড়ার সঙ্গে কি কোনো কারসাজি রয়েছে কিনা তা ধরতেই এই নোটিশ দেয়া হতে পারে।
গত ১২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিলো ২৬ টাকায়। আর সোমবার (০৬ জানুয়ারি) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ৩১ টাকা ৭০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ১৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।