facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

দুর্নীতির দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ আফগান ক্রিকেটার


০৮ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার, ১০:১৯  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


দুর্নীতির দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ আফগান ক্রিকেটার

২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন ইহসানউল্লাহ জানাত। ৩ টেস্ট ও ১৬ ওয়ানডের সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচ খেলেন তিনি। ২০২২ সালের জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটাই আফগানিস্তানের জার্সিতে শেষ ম্যাচ জানাতের।

তবে এ বছর কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে এসিবি ও আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের অভিযোগ তুলেছে এসিবি। যার জন্য আফগান তারকাকে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এক বিবৃতিতে এসিবি জানিয়েছে, আইসিসির দুর্নীতি বিরোধী নীতিমালা ২.১. ১ ভঙ্গের কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে জানাতকে। এই আইন অনুসারে ম্যাচ পাতানোর জন্য অনৈতিক প্রভাব খাটানো, আচরণবিধি লঙ্ঘন এসব কারণে শাস্তি পেয়েছেন তিনি। সব ধরনের ক্রিকেট থেকে তাই পাঁচ বছর নিষিদ্ধ করা হয়েছে তাকে। জানাত শাস্তি মাথা পেতে নিয়েছেন। দুর্নীতিতে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন।

শুধু জানাতই নন, ম্যাচ পাতানোতে জড়িত থাকার সন্দেহে আরো তিন ক্রিকেটারের ওপর তদন্ত চালাচ্ছে এসিবির দুর্নীতিবিরোধী ইউনিট। তবে সেই তিন ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি এখনও।

এ বছরের ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর। জানাত খেলেছেন শামসাদ ঈগলসের হয়ে। ৪ ম্যাচে ১৮ গড় ও ১৫০ স্ট্রাইকরেটে ৭২ রান করেন তিনি। ছয় দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টে ষষ্ঠ হয়েই শেষ করেছে শামসাদ ঈগলস।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ