facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৭ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫

Walton

দেশের বাজারে বিএমডব্লিউ এক্স১ মডেলের গাড়ি


১১ জুলাই ২০২৩ মঙ্গলবার, ০৩:২৩  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


দেশের বাজারে বিএমডব্লিউ এক্স১ মডেলের গাড়ি

বাংলাদেশে বিএমডব্লিউ গাড়ির অনুমোদিত পরিবেশক মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এক্সিকিউটিভ মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশের বাজারে আনল ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ এক্স১ মডেলের গাড়ি।

৮ জুলাই ঢাকার তেজগাঁওয়ের বিএমডব্লিউর বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রে বহুল প্রত্যাশিত ও মর্যাদাপূর্ণ এই গাড়ি অবমুক্ত করে বিক্রির ঘোষণা দেওয়া হয়। এসময় গাড়ি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিএমব্লিউ গাড়ির ক্রেতারা উপস্থিত ছিলেন।

এ সময় এক্সিকিউটির মোটরস মিলিটেডের ডিরেক্টর অপারেশন্স আশিক উন নবী বলেন, আমরা বাংলাদেশের বাজারে সম্পূর্ণ নতুন বিএমডব্লিউ এক্স১ মডেলের গাড়ি উপস্থাপন করতে পেরে আনন্দিত। এই স্পোর্টস ইউটিলিটি ভেইকেল (এসইউভি) ক্রেতাদের জন্য সুপরিশর জায়গা, নির্মাণ শৈলী, কর্মক্ষমতা এবং অত্যাধুনিক প্রযুক্তির নিখুঁত মিশ্রণকে উপস্থাপন করে। যা আমাদের গ্রাহকদের একটি অতুলনীয় ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করবে।

ডিজাইন
তৃতীয় প্রজন্মের বিএমডব্লিউ এক্স১ মডেলে দেওয়া হয়েছে সুপরিশর আকৃতি। যা গ্রাহকদের বিলাসবহুল অভিজ্ঞতা দেবে। এর আকর্ষণীয় ডিজাইনের উপাদানগুলোর সঙ্গে, গাড়িটি প্রতিটি কোণা থেকে মনোযোগ আকর্ষণ করে।

এর ফ্রন্ট ফ্যাসিয়া ফিচার নির্দেশ করে এর উপস্থিতি, যা বিএমডব্লিউর সিগনেচার কিডনি গ্রিল এবং এর স্লিম অ্যাডাপ্টিভ এলইডি হেডলাইটস ও হাইবিম বিম অ্যাসিসট্যান্ট গাড়ির চালানোর সময় যেকোনো পরিস্থিতিতে সর্বোত্তম দৃশ্যমানতা নিশ্চিত করে।

এই গাড়িতে রয়েছে ১৮ ইঞ্চির হালকা-পাতলা অ্যালয় হুইল, লম্বা ছাদের লাইন, ফ্ল্যাট রুফ রেল, ত্রিমাত্রিক এলইডি টেললাইট এবং স্কয়ার হুইল আর্চ কনট্যুরস এসইউভির স্পোর্টি এবং সুক্ষ আবেদন তৈরি করে।

ইন্টেরিয়র
এই গাড়ির অ্যাম্বিয়েন্ট লাইটিং কমফোর্ট অ্যাক্সেসসহ ডিজিটাল কি প্লাস, লাক্সারি ইনস্ট্রুমেন্ট প্যানেল, পার্কিং এবং রিভার্সিং অ্যাসিস্ট্যান্ট, স্বয়ংক্রিয় টু-জোন ক্লাইমেট কন্ট্রোল, অ্যাক্টিভ স্পোর্টস সিট, ওয়্যারলেস চার্জিং, প্যানোরামা গ্লাস রুফ এবং একটি টুয়েলভ স্পিকার অডিও সিস্টেম সত্যিই বিলাসবহুল এবং আরামদায়ক যাত্রা নিশ্চিত করে।

স্ট্যান্ডার্ড ও অপারেটিং সিস্টেম
প্রযুক্তি এবং উদ্ভাবনে নতুন মান নির্ধারণ করা হয়েছে, একদম নতুন বিএমডব্লিউ এক্স১ গাড়িতে সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক ফিচার।

ইন্টেলিজেন্ট ভয়েস কমান্ডসহ বিএমডব্লিউ লাইভ ককপিট প্লাস ফিচার দেবে স্বজ্ঞাত এবং সংযুক্ত ড্রাইভিং অভিজ্ঞতা। যেখানে বিএমডব্লিউর সর্বাধুনিক কার্ভড ডিসপ্লের সঙ্গে অপারেটিং সিস্টেম এইট চলমান রয়েছে। এর কনফিগারযোগ্য উইজেট রিয়েল টাইমে তথ্য প্রদর্শন করে।

আপসহীন কর্মক্ষমতা
সম্পূর্ণ নতুন বিমডব্লিউ এক্স১ গাড়ি চলবে ১.৫ লিটার ইঞ্জিন দিয়ে। যেখানে সামনের চাকায় দেওয়া হয়েছে বিএমডব্লিউ টুইন পাওয়ার টার্বো প্রযুক্তি।

ইঞ্জিনের শক্তি ছড়িয়ে দিতে এই গাড়িতে দেওয়া হয়েছে সেভেন স্পিডের স্টেটট্রোনিক ডাবল ক্ল্যাচ ট্রান্সমিশন সিস্টেম।

এই ইঞ্জিন ১৩৬ হর্স পাওয়ার এবং ২৩০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে।

নতুন এসইউভি গাড়িটি ০-১০০ কিলোমিটার/ঘণ্টায় গতি তুলতে সময় নেয় মাত্র ৯.২ সেকেন্ড। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০৮ কিলোমিটার।

সম্পূর্ণ নতুন বিএমডব্লিউ এক্স১ মডেলের গাড়ি দেখা এবং টেস্ট ড্রাইভ দেওয়া যাবে এক্সিকিউটি মোটরস মিলিটেডের বিক্রয় ও প্রদর্শন কেন্দ্রে।

গাড়িটির দাম ভ্যাট ছাড়া ৯৯ লাখ টাকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: