১৯ জানুয়ারি ২০২৫ রবিবার, ১১:১৪ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
দেশের পুরোনো চারটি বিভাগকে প্রদেশে রূপান্তরের প্রস্তাব নিয়ে ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশন মনে করে, রাষ্ট্রীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় বাদে অন্যান্য প্রশাসনিক ক্ষমতা স্থানীয় প্রদেশের হাতে ছেড়ে দেওয়া যেতে পারে।
গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনসংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না হলেও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা তাদের কিছু সম্ভাব্য সুপারিশ তুলে ধরেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রস্তাব হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা—এই চারটি প্রদেশ গঠনের চিন্তা।
কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, প্রদেশগুলো কীভাবে পরিচালিত হবে এবং তাদের দায়িত্ব কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়টি চূড়ান্ত করার প্রয়োজনীয়তা রয়েছে।
প্রদেশ গঠনের ভাবনা নতুন নয়। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন পাঁচটি প্রদেশ গঠনের প্রস্তাব করেছিলেন। তবে স্থানীয় শাসন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। তিনি মনে করেন, বাংলাদেশ ভৌগোলিকভাবে একটি ছোট দেশ। বর্তমানে বিদ্যমান বিভাগগুলোতে স্থানীয় সরকারকে শক্তিশালী করলেই যথেষ্ট হবে, নতুন প্রদেশ গঠনের ঝামেলায় না গেলেও চলবে।
দেশে বর্তমানে আটটি বিভাগ রয়েছে। এর সঙ্গে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগে রূপান্তরের আলোচনা চলছে। তবে প্রদেশ গঠনের উদ্যোগে নতুন প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।
জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পদে ৫০ শতাংশ প্রশাসন ক্যাডার এবং ৫০ শতাংশ অন্য ক্যাডারের জন্য কোটা রাখার প্রস্তাব করলেও তা নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আপত্তি তুলেছেন। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যকে আলাদা কমিশনের আওতায় আনার চিন্তাও বিতর্কিত হয়েছে।
দেশে প্রদেশ গঠনের চিন্তা বিকেন্দ্রীকরণকে এগিয়ে নেওয়ার একটি উদ্যোগ হিসেবে দেখা গেলেও এর সঙ্গে অনেক মতবিরোধ এবং বাস্তবায়ন-সংক্রান্ত জটিলতা জড়িত। কমিশন এখনো বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে আরও মতামত সংগ্রহ করা হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।