১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার, ০৫:১৭ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
বিদেশি নাগরিক, উদ্যোক্তা, ভ্রমণকারী ও ব্যবসায়ীসহ স্বল্প সময়ের জন্য বাংলাদেশে ভ্রমণে আসা সবার জন্য বিশেষভাবে কাস্টমাইজড ট্যুরিস্ট সিম নিয়ে এসেছে গ্রামীণফোন। দেশের প্রথম অপারেটর হিসেবে এ ধরনের সিম চালু করেছে গ্রামীণফোন।
এর ফলে স্বল্প সময়ের জন্য যারা বাংলাদেশে ঘুরতে বা কাজে আসেন তারা রোমিংয়ের অতিরিক্ত ফি ও চার্জ ছাড়াই নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সেবা উপভোগ করতে পারবেন। গ্রমীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৪ জুন) রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় গ্রামীণফোন ট্যুরিস্ট সিমের উন্মোচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ। গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ হাসিব এবং বিটিআরসি ও গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিভিন্ন পর্যটন কেন্দ্র ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশজুড়ে ৪০টিরও বেশি জিপিসি ও জিপি এক্সপেরিয়েন্স সেন্টার গ্রামীণফোন ট্যুরিস্ট সিম কেনা যাবে। কতো মিনিট, ডেটা বা এসএমএস ব্যবহার করা হয়েছে তা দেখতে ব্যবহারকারীদের ডায়াল করতে হবে *১২১#। প্রাথমিকভাবে সাধারণ এবং ই-সিম উভয় ক্ষেত্রেই শুধুমাত্র প্রিপেইড প্যাকেজে সেবা উপভোগ করা যাবে। সিম নম্বর সক্রিয় হওয়ার ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে রিসাইকেল করা হবে, যদি ব্যবহারকারী নিজেই সিম ডিঅ্যাক্টিভেট না করেন।
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘দেশের প্রথম ট্যুরিস্ট সিম নিয়ে আসার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আশা করি, এটি অন্য অপারেটরদেরকেও অনুপ্রাণিত করবে।’
বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ বলেন, ‘গ্রামীণফোনকে অসংখ্য ধন্যবাদ এমন নতুন একটি সেবার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের কাছে উপস্থাপন করার জন্য। বিটিআরসির পক্ষ থেকে আমরা সবসময় আপনাদের পাশে আছি।’
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘আমাদের প্রত্যাশা বাংলাদেশ ভ্রমণকারীরা এখন তাদের প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবেন।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।