০৩ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার, ০৮:২৫ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
দেশের আকাশে বাণিজ্যিকভাবে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে এয়ার অ্যাস্ট্রা। ৩ নভেম্বর বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে ফ্লাইট পরিচালনার এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) পেয়েছে বেসরকারি এয়ারলাইনস প্রতিষ্ঠানটি। এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার অ্যাস্ট্রা এরই মধ্যে ঢাকায় দুটি বিমান এনেছে। আরও দুটি বিমান চলতি বছরের মধ্যেই আনা হবে। এসব বিমান ফ্রান্সে তৈরি করা হয়েছে। এয়ার অ্যাস্ট্রা শিগগিরই বাণিজ্যিক কার্যক্রমের জন্য অফিশিয়াল ফ্লাইট সময়সূচি ঘোষণা করবে।
এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফের কাছে এওসি হস্তান্তর করেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য এয়ার কমোডর শাহ কাওসার আহমেদ চৌধুরী।
এয়ার অ্যাস্ট্রা জানায়, দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করা হবে। তবে কক্সবাজার ও সিলেটের মতো রুটগুলো অগ্রাধিকারে থাকবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।