facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

দ্য ইকোনমিস্টের তালিকায় বর্ষসেরা দেশ বাংলাদেশ


২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার, ১২:২৩  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


দ্য ইকোনমিস্টের তালিকায় বর্ষসেরা দেশ বাংলাদেশ

এক যুগের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ ও পাঁচ লাখের বেশি মানুষের প্রাণহানি পেরিয়ে সিরিয়া অবশেষে নতুন শাসনব্যবস্থা দেখতে শুরু করেছে। চলতি মাসেই স্বৈরশাসক বাশার আল-আসাদকে হটিয়ে ক্ষমতা দখল করেছেন বিদ্রোহী ইসলামপন্থী যোদ্ধারা। দুই যুগের শাসনে বাস্তুচ্যুত লাখো মানুষের আর্তনাদ পেরিয়ে সিরিয়া বড় পরিবর্তনের মুখ দেখলেও, বর্ষসেরা দেশের তালিকায় তাদের পেছনে ফেলেছে বাংলাদেশ।

প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট সম্প্রতি ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচিত করেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সেরা দেশ বাছাইয়ের ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধি, সুখ বা নৈতিক শ্রেষ্ঠত্ব নয়; বরং গত ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতির ভিত্তিতে এই নির্বাচন করা হয়েছে।

বাংলাদেশের এগিয়ে যাওয়া

গত ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। দীর্ঘ ১৫ বছর দেশ শাসনের পর স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের নতুন যাত্রার সূচনা হয়। দ্য ইকোনমিস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দেশের স্বাধীনতার একজন নায়কের কন্যা হিসেবে প্রথমদিকে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিলেও পরবর্তীতে দমন-পীড়ন, নির্বাচনী কারচুপি এবং বিরোধীদের দমন-পীড়নের অভিযোগের মুখে পড়েন। এছাড়া তাঁর শাসনামলে দুর্নীতি ও অর্থ আত্মসাতের ঘটনাও ব্যাপক আলোচনার বিষয় ছিল।

শান্তিপূর্ণ পরিবর্তনের প্রত্যাশা

বাংলাদেশে ক্ষমতার পালাবদল প্রায়শই সহিংসতার ইতিহাস বহন করে। তবে এ বছর পরিস্থিতি তুলনামূলক আশাব্যঞ্জক। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার ইতোমধ্যেই আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে সক্ষম হয়েছে।

নতুন চ্যালেঞ্জ ও করণীয়

দ্য ইকোনমিস্ট বলেছে, আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন এবং নতুন নির্বাচনের রূপরেখা নির্ধারণ করা একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া বিচার বিভাগের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। যদিও এসব লক্ষ্য অর্জন সহজ হবে না, তবুও অত্যাচারী শাসনকে উৎখাত করে বাংলাদেশ উদার সরকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে।

বর্ষসেরা দেশের তালিকা

চূড়ান্ত তালিকায় এ বছর পাঁচটি দেশ ছিল। বাংলাদেশ সেরা হওয়ার পাশাপাশি রানারআপ হয়েছে সিরিয়া। অন্য তিনটি দেশ হলো পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আর্জেন্টিনা।

উপসংহার

অত্যাচারী শাসনের অবসান এবং নতুন দিগন্তের সূচনার জন্য বাংলাদেশকে দ্য ইকোনমিস্ট ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত করেছে। এটি কেবল দেশটির জন্যই নয়, বিশ্বের জন্যও একটি অনুপ্রেরণার বার্তা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

জাতীয় -এর সর্বশেষ