facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

ধর্ষণের বিরুদ্ধে ঢাবিতে প্রতিবাদ: বিচারের দাবি


১১ মার্চ ২০২৫ মঙ্গলবার, ১২:৩৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ধর্ষণের বিরুদ্ধে ঢাবিতে প্রতিবাদ: বিচারের দাবি

নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিচার নিশ্চিতের দাবিতে ঢাকায় বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আইনশৃঙ্খলার অবনতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল মঙ্গলবার সকালে মানববন্ধন করেছে।

অপরাজেয় বাংলায় সাদা দলের মানববন্ধন

সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন শুরু করেন সাদা দলের শিক্ষকরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারীর প্রতি অবমাননা ও সহিংসতা বন্ধের আহ্বান জানান। তারা সরকারের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তোলেন।

সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অর্থনীতি বিভাগের প্রতিবাদ

অন্যদিকে, একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ন্যায়বিচারের দাবি জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

উভয় সমাবেশ থেকে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। তাদের মতে, দেশে ধর্ষণের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে ঢাবি শিক্ষক-শিক্ষার্থীরা আবারও দেখিয়ে দিলেন, তারা অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শিক্ষা -এর সর্বশেষ