০৭ অক্টোবর ২০২৪ সোমবার, ০২:১২ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দরপতনের সঙ্গে লেনদেনও কমেছে। এদিন দুপুর ২টায় ডিএসইর প্রধান সূচক ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩৬ পয়েন্টে অবস্থান করে।
এদিন দুপুর ২টায় ডিএসইতে ২৮২টি প্রতিষ্ঠানের শেয়ার দরই কমেছে, বেড়েছে ৬২টির ও অপরিবর্তীত রয়েছে। ৩০৬ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়।
এদিন দুই কোম্পানির শেয়ার দরে ধস নেমেছে। এর মধ্যে ন্যাশনাল টির শেয়ার দর ২০ টাকা ৬০ পয়সা কমে ২১৫ টাকায় নেমে আসে। অন্যদিকে রেনউইক যজ্ঞেশ্বর কোম্পানির শেয়ার দর ৫৪ টাকা ৪০ পয়সা কমে ৬৭১ টাকায়ে দাঁড়ায়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।