facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

নওগাঁয় হিমবাতাসে বিপর্যস্ত জনজীবন


০২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার, ০৩:৩২  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


নওগাঁয় হিমবাতাসে বিপর্যস্ত জনজীবন

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় আবারও জেঁকে বসেছে শীত। গত দুই দিন থেকে শুরু হয় হিমবাতাস। আর তার সঙ্গে যোগ দেয় কুয়াশা। এতে করে বিকেলের পর থেকেই বেড়ে যাচ্ছে শীতের তীব্রতা।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টায় বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলায় তাপমাত্রা রেকর্ড করেছে ১১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল জেলায় তাপমাত্র রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস

স্থানীয়রা জানান, গত দুই দিন থেকে সন্ধ্যার থেকেই ভোর পর্যন্ত কুয়াশা আর সারাদিন হিমবাতাস থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষগুলো কাজে বের হলেও পড়তে হচ্ছে বিপাকে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। দুপুর পর্যন্ত ঢাকা থাকছে সূর্যের মুখ। দুপুরের পর সূর্যের মুখ দেখা গেলেও সে রোদে মিলছে না উষ্ণতা।

বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার রিকশাচালক জিয়াউর রহমান বলেন, কয়েকদিন তেমন শীত ছিল না। গত দুই দিন থেকে আবার হিমেল হাওয়া আর শীত শুরু হয়েছে। রিকশা চালানো যাচ্ছে না। তেমন মানুষও পাওয়া যাচ্ছে না ঠান্ডার কারণে। সংসার চালাতে কষ্ট হচ্ছে ভাই। পৌষের মাঝামাঝি সময়ে হাড় কাঁপানো ঠান্ডাতে কাহিল জনজীবন।

সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের ষাটোর্দ্ধ আব্দুর রহিম মণ্ডল বলেন, শীতে অবস্থা খুব কাহিল। এরকম ঠান্ডা ও শীত হলে আমার মতো বয়স্ক মানুষগুলোর খুব সমস্যা। এমনিতেই অসুখে চলতে পারি না।

কৃষক আকবর আলী বলেন, প্রচণ্ড শীত সেই সঙ্গে ঠান্ডা বাতাসে গরু-ছাগল নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে। তাই বাধ্য হয়ে শীতের হাত থেকে বাঁচতে গরুর গায়ে চট দিয়েছি। যাতে কোনো রোগ না হয়।

নওগাঁ বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, গত দিনের তুলনায় আজ জেলায় তাপমাত্রা কিছুটা নিম্নমুখী। হিমবাতাসের সঙ্গে কুয়াশা থাকায় শীত জেঁকে বসেছে। দিনে সূর্যের দেখা দিলেও এর তাপ কম থাকায় ঠান্ডা বেশি পড়ছে। আগামী কয়েকদিন জেলায় তাপমাত্রা ওঠা-নামা করতে পারে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: