facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

নগদের বিএমডব্লিউ গাড়ি জিতলেন ঢাকার মাহবুব হায়দার


২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার, ১২:০৮  পিএম

শেয়ার বিজনেস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


নগদের বিএমডব্লিউ গাড়ি জিতলেন ঢাকার মাহবুব হায়দার

ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর পাঁচ মাস ধরে চলা বিএমডব্লিউ ক্যাম্পেইনের গাড়ি জিতেছেন শান্তা মারিয়াম ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের লেকচারার পালোয়ান মাহবুব হায়দার। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে লটারির মাধ্যমে গাড়ি বিজয়ী নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। নগদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুক বলেন, ‘নগদের এবারের এই ক্যাম্পেইনে প্রায় আড়াই কোটি মানুষ অংশগ্রহণ করেছে। এবার আমরা ১০ হাজার গিফট দিয়েছি।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা অনন্ত জলিল ও বর্ষা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ