facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৪ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

নগর পরিবহনের অধীনে চলবে রাজধানী ঢাকার সব বাস


১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার, ১১:২১  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


নগর পরিবহনের অধীনে চলবে রাজধানী ঢাকার সব বাস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সদর দপ্তরের বুড়িগঙ্গা হলে বিআরসিসির ২৯তম সভায় এই সিদ্ধান্ত নেওয়ার পর গতকাল ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক ও কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নগর পরিবহনের অধীনে বাস পরিষেবা চালানোর জন্য বাস কোম্পানিগুলোর আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে।

ঢাকার যানজট নিরসন ও যাত্রীদের আরামদায়ক পরিবহন সেবা নিশ্চিত করতে বিআরসিসি ঢাকা নগর পরিবহন পুনরায় চালুর সিদ্ধান্ত ঘোষণা করেছে।

নজরুল ইসলাম বলেন, ঢাকার পরিবহন ব্যবস্থার সমস্যা অসীম বলে মনে হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাস মালিক সমিতি এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের সঙ্গে ব্যাপক আলোচনা হয়েছে।

তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য ছাত্র ও জনগণের আন্দোলনের সুযোগ কাজে লাগিয়ে রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

নগর পরিবহন বাস চালুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নতুন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হতে বাস অপারেটরদের ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করার সময় রয়েছে। পরে, কোম্পানিগুলোর মাধ্যমে রুট নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে আগামী ১১ ডিসেম্বর আরেকটি সভা অনুষ্ঠিত হবে এবং তার আগে সুপারিশমালা তৈরি করা হবে।

নজরুল ইসলাম বলেন, সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

চালক ও সহকারীদের মধ্যে প্রতিযোগিতা রোধ করতে, র‍্যাপিড পাস বা অনলাইনের মাধ্যমে বাস ভাড়া পরিশোধের ব্যবস্থা চালু করা হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নিলিমা আক্তার সাংবাদিকদের জানান, নগর পরিবহনের অধীনে বাস চালাতে বাস কোম্পানিগুলোকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ৮০টি বাস কোম্পানি আবেদন করেছে।

তিনি আরও বলেন, তারা বর্তমানে যে রুটে বাস চালায় সেই একই রুটে বাস চালানোর অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: