facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

নতুন অধ্যক্ষ পেল ৬ সরকারি কলেজ


০৮ মে ২০২৩ সোমবার, ১১:০৮  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


নতুন অধ্যক্ষ পেল ৬ সরকারি কলেজ

শিক্ষা মন্ত্রণালয় দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন দিয়েছে। কলেজগুলোর প্রধান হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত বিভিন্ন সরকারি কলেজের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকরা।

রোববার (৭ মে) তাদের পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এদের মধ্যে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক মো. মোদাচ্ছের বিল্লাহ।

ফরিদপুরের মধুখালীর বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজের অধ্যাপক মো. দিদার হোসেন।

বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন খুলনার সরকারি আযম খান কমার্স কলেজের অধ্যাপক শেখ জিয়াউল ইসলাম।

নেত্রকোণার হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন নেত্রকোণা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক গিয়াস উদ্দিন।

শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজের অধ্যাপক ফওজিয়া আমিন দীনা।

বগুড়ার গাবতলী সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন বগুড়ারর সরকারি শাহ সুলতান কলেজের অধ্যাপক মো. আবদুর রব নিশতার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: