৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার, ১১:২৯ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছে। দেশজুড়ে সংগঠিত হয়ে তারা ইতিমধ্যে ভালো কাজ করছে বলেও মন্তব্য করেছেন তিনি।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ড. ইউনূস।
সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিতে গিয়ে তিনি গিডেয়েন র্যাচম্যানের ‘র্যাচম্যান রিভিউ’ পডকাস্টে ছাত্রদের দল গঠনের প্রসঙ্গে কথা বলেন।
ছাত্রদের রাজনৈতিক দলে রূপ নেওয়া প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন,
"একটি সম্ভাবনা হলো, ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। আমি যখন উপদেষ্টা পরিষদ গঠন করেছিলাম, তখন তিনজন ছাত্রকে অন্তর্ভুক্ত করেছিলাম।"
তিনি আরও বলেন, ছাত্ররা মনে করছে, তাদের নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার সময় এসেছে। তারা বলেছে, "আমাদের যদি কোনো সুযোগ না থাকে, সংসদে যদি আমাদের কোনো আসন না থাকে, তাহলে কেন আমরা নিজেরা একটি দল গঠন করছি না?"
ছাত্রদের দল গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে অধ্যাপক ইউনূস বলেন,
"যে মূল্য তারা (ছাত্ররা) রক্ত দিয়ে দিয়েছে, তা তাদেরই রক্ষা করতে হবে। না হলে আগের শাসকদের মতো কেউ এসে সেই অর্জন কেড়ে নেবে।"
তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন,
"দল গঠনের প্রক্রিয়ায় তারা বিভক্ত হয়ে পড়তে পারে। কারণ রাজনীতিতে প্রবেশ করলে বিভিন্ন ধরণের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশবে। তখন তারা নিজেদের আলাদা রাখতে পারবে কি না, তা বলা কঠিন।"
তরুণদের প্রতিশ্রুতিশীল উল্লেখ করে ইউনূস বলেন,
"তারা এখনো কোনো খারাপ প্রভাবের মধ্যে নেই, তাদের ব্যক্তিগত লাভের কোনো আকাঙ্ক্ষাও নেই।"
আগামী সংসদ নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি যে দুটি সম্ভাব্য সময় বলেছেন, তা নির্বাচন আয়োজনের জন্য ভালো সময়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।