facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

নতুন রাজনৈতিক দল আসছে, নেতৃত্বে তরুণ উপদেষ্টা?


০৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার, ১০:৫২  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


নতুন রাজনৈতিক দল আসছে, নেতৃত্বে তরুণ উপদেষ্টা?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারের একজন তরুণ উপদেষ্টা পদত্যাগ করে নতুন এই দলের নেতৃত্ব নিতে পারেন বলে জানা গেছে।

নতুন দলের আদর্শ ও দিকনির্দেশনা

নতুন রাজনৈতিক দলটি মধ্যপন্থী আদর্শে পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। দলের নাম ও প্রতীক এখনো চূড়ান্ত না হলেও এ নিয়ে আলোচনা চলছে।

নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা

জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে থাকা তিন উপদেষ্টার (মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ) মধ্যে একজন দলের দায়িত্ব নিতে পদত্যাগ করতে পারেন। বাকি দুজনও সুবিধাজনক সময়ে নতুন দলে যোগ দিতে পারেন বলে আলোচনা চলছে।

নতুন দলে কারা আসছেন?

জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন জানিয়েছেন, নতুন দলটি ডান বা বাম ধারার বাইরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে গঠিত হবে। গণ–অভ্যুত্থানের পক্ষে থাকা, কিন্তু কোনো বিদ্যমান দলের সঙ্গে যুক্ত নন—এমন ব্যক্তিদের নতুন দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সংগঠনের সম্প্রসারণ

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সক্রিয় রয়েছে। অপরদিকে, অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে সেপ্টেম্বর মাসে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়। বর্তমানে দেশের ২৫৭টি থানা ও উপজেলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি রয়েছে, যার সংখ্যা ৩৪ হাজারেরও বেশি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও উল্লেখযোগ্যসংখ্যক সদস্য রয়েছে, যারা বিভিন্ন জেলা, মহানগর ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠিত হয়েছে।

নাগরিক কমিটি ও ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ

শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের পরও জাতীয় নাগরিক কমিটি একটি ‘সিভিল পলিটিক্যাল প্ল্যাটফর্ম’ হিসেবে কার্যক্রম চালিয়ে যাবে। একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও সক্রিয় থাকবে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। নেতৃত্ব, কাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: