facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

নভেম্বরে রেমিট্যান্সের ঢেউ


০১ ডিসেম্বর ২০২৪ রবিবার, ০৯:২৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


নভেম্বরে রেমিট্যান্সের ঢেউ

নভেম্বর যেন দেশের অর্থনীতির জন্য এক আনন্দমুখর মাস হয়ে উঠেছিল। সদ্য শেষ হওয়া এই মাসে প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন প্রায় ২২০ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৯৪ কোটি টাকা।

**প্রতিদিনের গড় রেমিট্যান্স ৭৩৩ কোটি টাকা!**
প্রতিদিন গড়ে **৭ কোটি ৩৩ লাখ ডলার** দেশে এসেছে। যা প্রমাণ করে, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিবেদন কতটা শক্তিশালী।

**গত বছরের চেয়ে ১২ শতাংশ বেশি**
একক মাস হিসেবে গত বছরের তুলনায় এ বছরের নভেম্বর মাসে রেমিট্যান্স বেড়েছে **১২ দশমিক ২৫ শতাংশ**। গত বছর এই সময় রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৯৩ কোটি ডলার, যা এ বছর বেড়ে হয়েছে ২২০ কোটি ডলার।

**কোন ব্যাংকের মাধ্যমে কত**
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, নভেম্বর মাসে:
- **রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো**: ৮২ কোটি ৪২ লাখ ডলার
- **বিশেষায়িত একটি ব্যাংক**: ১৪ কোটি ৫৮ লাখ ডলার
- **বেসরকারি ব্যাংকগুলো**: ১২২ কোটি ৩১ লাখ ডলার
- **বিদেশি ব্যাংকগুলো**: ৬৩ লাখ ডলার

**কিছু ব্যাংকের হতাশাজনক অবস্থা**
৯টি ব্যাংক এক টাকাও রেমিট্যান্স সংগ্রহ করতে পারেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এবং আরও কয়েকটি বেসরকারি ও বিদেশি ব্যাংক।

**অর্থবছরের ধারাবাহিক সাফল্য**
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১৩৮ কোটি ৭৩ লাখ ডলার। অর্থবছরের প্রতিটি মাসে রেমিট্যান্স ছিল ২ বিলিয়ন ডলারের বেশি।

**ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স**
২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩৯২ কোটি ডলার। যদিও এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ নয়, তবে রেকর্ডধারী ২০২০-২১ অর্থবছরের মাত্র ৮৫ কোটি ডলার পেছনে।

প্রবাসীদের এমন অবদানে দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল হওয়ার আশায় বুক বাঁধছে বাংলাদেশ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: