০৭ এপ্রিল ২০২৪ রবিবার, ০১:২৬ পিএম
নাচোল উপজেলা প্রতিনিধি
শেয়ার বিজনেস24.কম
![]() |
"ক্রিড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও জাতীয় ও আন্তর্জাতিক ক্রিড়া দিবস উদযাপিত হয়েছে।
শনিবার নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে, বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্র্যালী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ইউসুফ আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, উপজেলা ক্রিড়া সম্পাদক আব্দুর রশিদ (রকেট), ক্রিড়া শিক্ষক ফারুক হোসেন, সাঁতার কোঁচ তৈহিদুল ইসলাম সহ বিভিন্ন ইভেন্টের কোঁচ ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
নাচোল উপজেলা পর্যায়ের ক্রিড়া সম্পাদক, শিক্ষক, কোঁচ ও শিক্ষার্থীরা তাদের ফুটবল, ক্রিকেট, সাঁতার, কাবাডী, ক্যারাত, জুডো, সহ বিভিন্ন ইভেন্টের খেলার উপর অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এবং বিভিন্ন সময় খেলোয়াড়রা সমস্যার বাধামুখি হন। সেইদিকে সুর্দিষ্ট দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারে প্রতি আহ্বান করেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।