facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

নাচোলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন


১৭ মার্চ ২০২৪ রবিবার, ১১:০৮  পিএম

নাচোল উপজেলা প্রতিনিধি :

শেয়ার বিজনেস24.কম


নাচোলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টার সময় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, সরকারি কলেজ, স্বাস্থ্যকমপ্লেক্স, ফায়ার সার্ভিস, রেজিস্ট্রি অফিস, পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূড়ালে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে হলরুমে উপজেলা নীর্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, বীর মুক্তিযোদ্ধা মোসারফ হোসেন, ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু।

এছাড়াও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন দলের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অপরদিকে সকাল সাড়ে ৯টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালন করেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: