২২ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার, ১০:০৬ এএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
ভালো শুরু করেও জয় নিয়ে ফিরতে পারল না বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নাপোলির বিপক্ষে ১-১ গোলে ড্র করল জাভির শিষ্যরা। রবার্ট লেভান্ডভস্কির গোলে বার্সা এগিয়ে যাওয়ার পর নাপোলিকে সমতায় ফেরান ভিক্টর ওসিমেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে আর্জেন্টাইন কিংবদন্তির সাবেক দুই দলের লড়াইয়ে শুরুতে রাজত্ব করে বার্সেলোনা। তাদের আক্রমণের ঝাপটা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় নাপোলি। তবে প্রথমার্ধে কেউই গোলের দেখা পায়নি।
অবশেলে বিরতির পর ৬০তম মিনিটে লেভার ঠাণ্ডা মাথার চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির কাছ থেকে ডি-বক্সের মাথায় বল পান তারকা স্ট্রাইকার। দ্রুত ঘুরে গিয়ে দুই খেলোয়াড়ের চ্যালেঞ্জ এড়িয়ে বাঁ পাশের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি। ঝাঁপিয়েও বলের নাগান পাননি গোলরক্ষক।
তবে ধারার বিপরীতে ৭৫তম মিনিটে সমতা ফেরান ওসিমেন। সঙ্গে লেগে থাকা খেলোয়াড়ের চ্যালেঞ্জ এড়িয়ে বাঁ দিকের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন নাইজেরিয়ান স্ট্রাইকার। লক্ষ্যে এটাই ছিল নাপোলির প্রথম শট। গোলের পরই মাঠ ছাড়েন ওসিমেন।
আগামী ১২ মার্চ বার্সেলোনার মাঠে হবে ফিরতি লেগ। একই সময়ে শুরু আরেক ম্যাচে শেষ সময়ের গোলে আর্সেনালকে ১-০ ব্যবধানে হারিয়েছে পোর্তো। ড্র হওয়ার পথে থাকা ম্যাচে একক চেষ্টায় ব্যবধান গড়ে দিয়েছেন গালেনো। দ্বিতীয় লেগ হবে আগামী ১২ মার্চ, এমিরেটস স্টেডিয়ামে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।