facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ মার্চ বৃহস্পতিবার, ২০২৫

Walton

নারীর প্রতি সহিংসতা ও নিপীড়ন বন্ধে ৯ দফা দাবি


০৫ মার্চ ২০২৫ বুধবার, ১১:৫৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


নারীর প্রতি সহিংসতা ও নিপীড়ন বন্ধে ৯ দফা দাবি

দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা, যৌন নিপীড়ন ও হয়রানির ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এক বিবৃতিতে সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্রীর বহিষ্কার, ক্যাম্পাসে যৌন নিপীড়ন, মব-নিপীড়ন, গণপরিবহনে নারীর নিরাপত্তাহীনতা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের চেষ্টা নিয়ে তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে তারা অবিলম্বে ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

চবি ছাত্রীদের বহিষ্কার: ‘গণতন্ত্রবিরোধী সিদ্ধান্ত’

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্রীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বহিষ্কার করা হয়েছে, যা কাঠামোগত নিপীড়নের অংশ। সিন্ডিকেট সভার পরও বহিষ্কারাদেশ বহাল রাখা হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়েও উদ্বেগ জানিয়ে শিক্ষক নেটওয়ার্ক বলেছে, সহকারী প্রক্টররা ছাত্রীদের গালিগালাজ করেছেন এবং তাদের নিরাপত্তা বিপন্ন করেছেন।

ঢাবিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর হামলা

একটি নতুন ছাত্রসংগঠনের কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষক নেটওয়ার্ক। তারা বলেছে, প্রতিবাদী ছাত্রীদের যৌন নিপীড়নের ঘটনাও ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়।

মব তৈরি করে নারী নিপীড়নের ঘটনায় ক্ষোভ

শিক্ষক নেটওয়ার্ক বলেছে, ঢাকার লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপানের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল ব্যক্তি পরিকল্পিতভাবে দুই ছাত্রীকে হেনস্তা ও শারীরিকভাবে নিপীড়ন করেছে।

বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় সত্য গোপনের অভিযোগ

রাজশাহীগামী বাসে ডাকাতির পর এক নারী যাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। শিক্ষক নেটওয়ার্ক বলছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত না করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রচেষ্টার বিরোধিতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিকে নারীর প্রতি উপেক্ষার প্রতিফলন বলে মন্তব্য করেছে শিক্ষক নেটওয়ার্ক।

শিক্ষক নেটওয়ার্কের ৯ দফা দাবি

১. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্রীর বহিষ্কারাদেশ বাতিল ও প্রক্টরের পদত্যাগ।
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি।
3. লালমাটিয়ায় নারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি।
4. গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ডাকাতি ও যৌন নিপীড়নের ঘটনার দোষীদের শাস্তি।
5. স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী বক্তব্য প্রত্যাহার।
6. প্রতিটি নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা।
7. নারী শিক্ষার্থীদের প্রতি প্রক্টরিয়াল বডির বিদ্বেষমূলক আচরণ বন্ধ করা।
8. মব-নিপীড়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
9. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান।

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলেছে, যদি এসব দাবি মানা না হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

নারী ও নারী উদ্যোক্তা -এর সর্বশেষ