১১ ডিসেম্বর ২০২৩ সোমবার, ১০:১৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
![]() |
কারাগারে বন্দী থাকা ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীর যমজ সন্তান তার পক্ষে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছে। ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ইরানের এই কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার লড়াইয়ে অবদান রাখার জন্যে তাকে চলতি বছর শান্তিতে নোবেল দেওয়া হয়।
রোববার (১০ ডিসেম্বর) অসলোতে অন্যান্য নোবেল পুরস্কারের সঙ্গে সম্মানজনক এই শান্তি পুরস্কার তুলে দেওয়া হয় তার সন্তানদের হাতে। তেহরানে ১০ বছর ধরে জেল খাটা এই নার্গিস মোহাম্মদিকে, ইরানে মহিলাদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়।
এই পুরস্কার গ্রহণের সময় কারাগার থেকে পাঠানো তার একটি বক্তব্য তার সন্তানদের দ্বারা পাঠ করা হয়। তার ওই বক্তব্যে তিনি ইরানের "অত্যাচারী" সরকারের নিন্দা করেন। তিনি বলেন, ইরানের জনগণ অধ্যবসায়ের সঙ্গে দমন-পীড়ন ও কর্তৃত্ববাদকে জয় করবে। আর এতে কোন সন্দেহ নেই, এটি নিশ্চিত।
উল্লেখ্য, মিসেস মোহাম্মদি বহু বছর ধরে ইরানের একজন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব। ৫১ বছর বয়সী এই নারী ২০১০ সাল থেকে প্রায় অবিচ্ছিন্নভাবে কারাগারে রয়েছেন এবং মোট ১৩ বার গ্রেপ্তার হয়েছেন। পাঁচবার দোষী সাব্যস্ত হয়েছেন এবং মোট ৩১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তিনি বর্তমানে "প্রোপাগান্ডা ছড়ানোর" দায়ে কারাগারে রয়েছেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।