০৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার, ১১:১৪ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
ঢাকাই চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি ও তার স্বামীর বিরুদ্ধে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পপির বোন ফিরোজা পারভীন খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জমি দখলে পপির স্বামীর ভূমিকা?
জিডির সূত্রে জানা যায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে পপি তার স্বামী আদনান উদ্দিন কামাল ও আরও কয়েকজনকে নিয়ে খুলনার শিববাড়ি এলাকায় পৈতৃক জমি দখলের উদ্দেশ্যে যান। জমি দখলে বাধা দিলে ফিরোজা পারভীনসহ পরিবারের অন্য সদস্যদের হুমকি দেওয়া হয়।
মায়ের অভিযোগ:
এই বিষয়ে নায়িকা পপির মা মরিয়ম বেগম বলেন, "আমার মেয়ে আগে ভালোই ছিল, কিন্তু বিয়ের পর থেকে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। বাবার সম্পত্তি একা ভোগ করতে চায়। আমরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছি।"
বোনের বক্তব্য:
পপির বোন ফিরোজা পারভীন বলেন, "আমরা ছয় ভাই-বোন। পপি ছাড়া সবাই একসঙ্গে আছি। কিন্তু সে দীর্ঘদিন ধরেই আমাদের বাবার সম্পত্তি এককভাবে দখল করার চেষ্টা করছে। নায়ক আলমগীর, জায়েদ খানসহ অনেকে বিষয়টি জানেন এবং সমাধানের পরামর্শও দিয়েছেন, কিন্তু পপি তাতে কর্ণপাত করেনি।"
আড়ালে থাকা নায়িকা:
প্রসঙ্গত, পপি দীর্ঘদিন ধরেই মিডিয়া থেকে দূরে রয়েছেন। তার বিয়ে ও সন্তানের জন্মের খবর গুঞ্জন হিসেবে শোনা গেলেও এ নিয়ে কখনোই মুখ খোলেননি তিনি। তবে এবার প্রকাশ্যে তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠে আসায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
বিচারের দাবি:
পপির পরিবারের সদস্যরা জানান, তিনি ও তার স্বামী খুলনায় অবস্থান করছেন এবং তাদেরকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় তারা প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।