২২ মার্চ ২০২৪ শুক্রবার, ১০:২২ এএম
বিনোদন ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
রমজানের গায়ে লেগে আছে শৈশবের স্মৃতি। বছর ঘুরে পবিত্র মাসটি ফিরে এলে সেসব ঘ্রাণ ছড়ায়। ইফতার-সেহেরিতে ঘটে যাওয়া মজার ঘটনাগুলো মনে পড়ে। বড়বেলায় দাঁড়িয়ে ফিরে যেতে হয় সেই একরত্তি বয়সে।
জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববিও পবিত্র এই মাসটিতে হারিয়ে যান ছেলেবেলার দিনগুলোতে। প্রথম রোজা রাখার অভিজ্ঞতা তুলে ধরে ববি বলেন, ‘অনেক ছোটবেলার ঘটনা। কিছু কিছু মনে আছে। প্রথম যে বার রোজা রাখি খুব ছোট ছিলাম। সবে স্কুলে ভর্তি হয়েছি। খুব কষ্ট হচ্ছিল সেদিন। সারাদিন রোজা রাখা আর খাবার সামনে নিয়ে না খেয়ে থাকা যে কত কষ্ট সেদিন বুঝেছিলাম।’
এরপর বলেন, ‘সবাই আমাকে অবশ্য নিষেধ করছিল। বলছিল, এত ছোট বয়সে রোজা রাখার দরকার নেই। তবুও ছিলাম। তবে শেষের দিকে এতটাই খারাপ লেগেছিল যে আজান ঠিকমতো শুরু হতে না হতেই শরবত না কী যেন খেয়ে ফেলেছিলাম।’
বেশ কিছুদিন অস্ট্রেলিয়া ছিলেন ববি। সেখানে স্বজনদের সঙ্গে সময় কাটিয়েছেন। সেইসঙ্গে শেষ করেছেন ‘বেঈমান’ নামের একটি সিনেমার কাজ। সম্প্রতি দেশে ফিরেছেন। নতুন কাজ হাতে নেবেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘ময়ূরাক্ষী’সহ বেশ কয়েকটি সিনেমা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।