facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪

Walton

নির্বাচনের ট্রেন চলবে, থামবে না: ড. ইউনূস


১৭ নভেম্বর ২০২৪ রবিবার, ১০:৩৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


নির্বাচনের ট্রেন চলবে, থামবে না: ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ রোববার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসছবি: বাসস

গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পুনর্বাসনে ৫ মিলিয়ন ডলার সহায়তা চেয়ে বিশ্বব্যাংকে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের জন্য ৩০ লাখ টাকা পুনর্বাসন তহবিল এবং আহতদের উন্নত চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে।

আজ রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস বলেন, “নির্বাচনের ট্রেন শুরু হয়েছে, এটি থামবে না। তবে সংস্কার সম্পন্ন করতে নির্বাচনের তারিখ সামান্য পেছানো যেতে পারে।”

গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে ১০০ কোটি টাকা অনুদানে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ কার্যক্রম শুরু করেছে। আহতদের চিকিৎসায় বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় কর্নিয়া প্রতিস্থাপন এবং প্রয়োজন হলে বিদেশে চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টা আরও জানান, ফ্যাসিবাদী শাসনের ১৫ বছরের গুম, খুন এবং অর্থ পাচারের বিচারে আন্তর্জাতিক আদালতের সহযোগিতা চাওয়া হয়েছে। আন্তর্জাতিক সনদে স্বাক্ষরের মাধ্যমে গুমবিরোধী আইন কঠোরভাবে কার্যকর করার প্রতিশ্রুতিও দেন তিনি।

অর্থনৈতিক সংকট সামাল দিতে সরকার ডিম আমদানি ও চালের শুল্ক ছাড়সহ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

ড. ইউনূস বলেন, “আমরা এ ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে এমন একটি নির্বাচনব্যবস্থা তৈরি করব, যা ভবিষ্যৎ সংকট দূর করবে। একযোগে সংস্কার ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমরা সফল হব, যদি ঐক্য বজায় থাকে। পতিত শক্তির সব ষড়যন্ত্রকে প্রতিহত করুন।”

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: