facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

নোয়াখালীতে পুকুরে ধরা পড়ল রুপালি ইলিশ


২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার, ০১:১৭  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


নোয়াখালীতে পুকুরে ধরা পড়ল রুপালি ইলিশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুর সেচের সময় একটি ইলিশ মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূমি মার্কেটসংলগ্ন মিয়া মেম্বারের মাছের খামারের একটি পুকুরে ইলিশটি ধরা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অনেকেই ইলিশটি দেখতে আসেন।

খামারমালিকের ছেলে পূবালী ব্যাংকের কর্মকর্তা আবু নাছের বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শ্যালো মেশিনের মাধ্যমে খামারের একটি পুকুরে সেচ দেয়া শুরু করেন তিনি। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পুকুরের পানি কিছুটা কমে এলে তিনিসহ লোকজন জাল দিয়ে মাছ ধরা শুরু করেন। এ সময় জালে একটি ইলিশ ধরা পড়ে। মাছটি দেখে তিনি নিজেই অবাক হন। পরে আশপাশের অনেকেই আসেন ইলিশটি দেখতে।

আবু নাছেরের ভাষ্য, তাদের পুকুরের সঙ্গে নিকটবর্তী বামনী নদী কিংবা ছোট ফেনী নদীর কোনো সংযোগ নেই। কখনো জোয়ারের পানিতে পুকুরের পাড় ডুবে যায়নি। তবে গত বছর তারা নদী থেকে ধরে আনা কিছু কোরাল মাছের পোনা পুকুরে ছেড়েছেন। ধারণা করছেন, ওই পোনার সঙ্গে ইলিশ মাছের পোনাও পুকুরে এসেছে। এখনো পুরো পুকুর সেচা শেষ হয়নি। পুরো সেচা হলে আরও ইলিশ পাওয়া যেতে পারে বলে তার ধারণা। ধরা পড়া ইলিশটি মেপে দেখেননি তারা। তবে মাছটির ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম হতে পারে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ধরা পড়া মাছটি ইলিশ, এতে কোনো সন্দেহ নেই। তিনি মাছটির ছবি ও ভিডিও দেখেছেন। নদীর কাছাকাছি এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার কারণে পুকুরে ইলিশ আসার ঘটনা অস্বাভাবিক নয় বলে মনে করেন তিনি। ওই পুকুরেও জোয়ারের পানির সঙ্গে ইলিশ মাছটি আসতে পারে বলে তার ধারণা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: