facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

ন্যায়বিচার পাওয়ার আমল


৩০ আগস্ট ২০১৬ মঙ্গলবার, ১০:০৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


ন্যায়বিচার পাওয়ার আমল

মানুষ সব সময় কিছু নিয়মিত আমল করে থাকেন। আবার বিশেষ মুহূর্তে বিশেষ আমল করে থাকেন। এমনই একটি বিশেষ আমল হলো আল্লাহ তাআলার ‍গুণবাচক নাম (اَلْعَزِيْزُ) আল-আ’যিযু’র পাঠ করা। (اَلْعَزِيْزُ) ‘আল-আ’যিযু শব্দটি আল্লাহ তাআলার গুণবাচক নাম। এ নামের অর্থ হলো- ‘মহাপরাক্রমশালী, প্রবল ক্ষমতাবান’ তাঁর ওপর প্রাধান্য পাওয়ার কারো কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার এ গুণবাচক নামের জিকির বা আমল অনেক কার্যকরী। ফজিলতসহ তা তুলে ধরা হলো-

উচ্চারণ : আল-আ’যিযু; ইয়া আ’যিযু।

অর্থ : মহাপরাক্রমশালী; হে মহাপরাক্রমশালী।


>> যে ব্যক্তি এ মুবারক নাম (اَلْعَزِيْزُ) ‘আল-আ’যিযু’ ফজরের নামাজের পর পাঠ করবে; সে দুনিয়া ও আখিরাতের মুখাপেক্ষী হবে না।

>> কোনো ন্যায় বিচারপ্রার্থী ব্যক্তি যদি দুনিয়ার কোনো বিচারকের কাছে যাওয়ার আগে সকালে এ গুণবাচক নাম (اَلْعَزِيْزُ) ‘আল-আ’যিযু’ ৪১ বার পড়ে; আল্লাহর ইচ্ছায় বিচারক সে ব্যক্তির ওপর সদয় হবেন।

>> ৪০ দিন পর্যন্ত ৩১ বার করে এ পবিত্র নামটি পড়লে মনের চিন্তা দূর হয়; সম্মান লাভ হয়; কাহারও মুখাপেক্ষী হতে হয় না। এ ছাড়াও এ নামের জিকিরের অসংখ্য ফজিলত ও বৈশিষ্ঠ্য রয়েছে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর এ ছোট্ট গুণবাচক নাম (اَلْعَزِيْزُ) ‘‌আল-আ’যিযু’-এর আমল করার মাধ্যমে ঘোষিত ফজিলত অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: