২০ মার্চ ২০২৪ বুধবার, ০৯:২৮ পিএম
শরীয়ডপুর প্রতিনিধি
শেয়ার বিজনেস24.কম
![]() |
জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেড়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার গোড়াগাও এলাকায় ইতালি প্রবাসী মোবারক চোকদার এর বাড়িতে হামলা ও বাড়ির লোকদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় রহমান চোকদার ও তার ভাইদের বিরুদ্ধে। গত রোববার (১৭ মার্চ) উপজেলার ভুমখাড়া ইউনিয়নের গোড়াগাও এলাকায় এঘটনা ঘটে।
এঘটনায় ইতালি প্রবাসী মোবারক চোকদার এর স্ত্রী বিনা বেগম বাদী হয়ে বুধবার (২০ মার্চ) শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন। এর আগে ঘটনার দিনই নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলা সুত্রে জানাযায়, জমি-জমা নিয়ে স্থানীয় রহমান চোকদার ও তার অন্যান্য ভাইদের সঙ্গে ইতালি প্রবাসী মোবারক চোকদারের পরিবারের বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ১৭ মার্চ বেলা ১১টার দিকে রহমান চোকদার সহ তার লোকজন প্রবাসী মোবারক চোকদারের বাড়িতে হামলা ও প্রবাসীর স্ত্রী বিনা বেগমকে মারধর করেন। মারধরের ঘটনা দেখে মোবারক চোকদারের ভাতিজা রজ্জব চোকদার ও ভাবি রেহেনা বেগম এগিয়ে আসলে রহমান চোকদারের লোকজন তাদের উপরও হামলা চালায়। হামলায় বিনা বেগম, রেহেনা বেগম ও রজ্জব চোকদার আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হামলার বিষয়ে অভিযুক্ত রহমান চোকদারের বাড়িতে গেলে তার বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়। পরে মুঠোফোনে রহমান চোকদার জানান, ‘মোবারক চোকদারের পরিবারের সঙ্গে আমাদের জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। আমরা আমাদের সম্পত্তি ফেরত পাওয়ার জন্য দেওয়ানী আদালতে মামলা করেছি। তবে হামলার ঘটনাটি মিথ্যা ও সাজানো। আমারা তাদের উপর কোন হামলা বা মারধর করিনি।’
অভিযোগের ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘ইতালি প্রবাসী মোবারক চোকদারের স্ত্রী বিনা বেগম তাদের উপর হামলার ব্যাপারে একটি অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।