১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার, ১০:৩৫ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
নবম-দশম শ্রেণির পাশাপাশি আগামী শিক্ষাবর্ষে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বাংলা ও ইংরেজি পাঠ্যবইয়েও ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। পাঠ্যবইগুলোতে সংযোজন করা হচ্ছে নতুন গল্প-কবিতা ও গদ্য। বিশেষভাবে জুলাই গণ-অভ্যুত্থানের মতো ঐতিহাসিক বিষয়বস্তু এবার পাঠ্যসূচিতে জায়গা পাচ্ছে।
নতুন সংযোজন ও বাদ পড়া বিষয়বস্তু
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, নতুন শিক্ষাবর্ষে বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ৪০ কোটি ৩৯ লাখ বই ছাপানো হচ্ছে। এনসিটিবির চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চম শ্রেণি:
ষষ্ঠ শ্রেণি:
সপ্তম শ্রেণি:
অষ্টম শ্রেণি:
পরিবর্তনের কারণ
পাঠ্যবই পরিমার্জনের সঙ্গে যুক্ত লেখক রাখাল রাহা জানিয়েছেন, ঐতিহাসিক ঘটনাগুলোর সঠিক প্রতিফলন ও বিষয়বস্তুর যথাযথ গুরুত্ব নিশ্চিত করতে এসব পরিবর্তন আনা হয়েছে। ব্যক্তিকেন্দ্রিক বিষয়ের পরিবর্তে ঐতিহাসিক ও বিষয়কেন্দ্রিক লেখাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করায় তা পাঠ্যবইয়ে যুক্ত করা হয়েছে।
এই পরিবর্তন শিক্ষার্থীদের ইতিহাস সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পাঠ্যবইয়ের মানও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।