facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো পাকিস্তান


০২ এপ্রিল ২০২৪ মঙ্গলবার, ১২:৩৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো পাকিস্তান

পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি) গতকাল সোমবার বলেছে, ৯ এপ্রিল পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস বলেছে, ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে নতুন চাঁদের ‘জন্ম’ হবে। পরদিন ৯ এপ্রিল সন্ধ্যায় এটির বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা। সেদিন সূর্যাস্তের পর ৫০ মিনিটের বেশি আকাশে পবিত্র শাওয়ালের এ চাঁদ দেখা যেতে পারে।

পাকিস্তানে গত ১১ মার্চ এ বছরের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। পরের দিন ১২ মার্চ থেকে শুরু হয় রোজা পালন। আবহাওয়া অফিসের পূর্বাভাস সঠিক হলে দেশটিতে এ বছর ২৯টি রোজা রাখবেন মুসলিমরা।
৯ এপ্রিল পাকিস্তানের বেশির ভাগ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে, তবে উত্তরাঞ্চলে কিছুটা মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পাকিস্তানে গত ১১ মার্চ এ বছরের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। পরের দিন ১২ মার্চ থেকে শুরু হয় রোজা পালন। আবহাওয়া অফিসের পূর্বাভাস সঠিক হলে দেশটিতে এ বছর ২৯টি রোজা রাখবেন মুসলিমরা।

ইসলামিক ক্যালেন্ডারে দিন–মাস–বছরের হিসাব করা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। সেই হিসেবে একেকটি মাস হয় ২৯ বা ৩০ দিনে। তাই নতুন চাঁদ না দেখে আগে থেকেই নির্ধারণ করা কোনো দিন বা তারিখে রোজা পালন শুরু বা শেষ করা কিংবা ঈদ উদ্‌যাপনের সুযোগ নেই।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: