facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ ডিসেম্বর সোমবার, ২০২৪

Walton

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু


২৫ জুন ২০২৩ রবিবার, ১০:১৭  এএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

পবিত্র নগরী মক্কা থেকে মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (২৭ জুন) অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এদিকে রোববার (২৫ জুন) মক্কা শহর থেকে মিনার উদ্দেশ্যে রওনা করবেন হাজিরা। এরপর মিনায় সমবেত হবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২০ লাখের ও বেশি ধর্মপ্রাণ মুসল্লিরা।

সৌদি আরব সরকারের তথ্য মতে, এ বছর বিশ্বের ১৬০ দেশের ২০ লাখেরও বেশি মুসল্লি হজ পালন করবেন।এর মাঝে বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার হজ পালন করার কথা রয়েছে। ধারাবাহিকভাবে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে হজ পালন করতে হয়। সোমবার (২৬ জুন) ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পর তারা যাবেন মিনা থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাফাতের ময়দানে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুসল্লিরা মিনা থেকে পায়ে হেঁটে, হুইল চেয়ারে, বাসে করে আরাফাতে পৌঁছাবেন। ধবধবে সাদা ইহরাম পরিহিত মুসল্লিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান।

মঙ্গলবার (২৭ জুন) আরাফাতের ময়দান থেকে মুসল্লিরা মাগরিবের নামাজ আদায় না করেই রওনা দেবেন মুজদালিফার দিকে। সেখানে পৌঁছে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন। এখানে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন তারা। তারপর মিনার জামারায় (প্রতীকী) শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন।

বুধবার সকালে ফজরের নামাজ শেষে হাজিরা আবার ফিরে আসবেন মিনায়। জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর পুরুষরা মাথা মুণ্ডন করে ইহরাম ত্যাগ করবেন। এরপর পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা।

হজের আনুষ্ঠানিকতা শেষে যারা আগে মদিনায় যাননি তারা মদিনায় যাবেন। সেখানে হাজিরা সাধারণত ৪০ ওয়াক্ত নামাজ আদায় করেন। পরে শুরু হবে হাজিদের দেশে ফেরার পালা। এদিকে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের সব সশস্ত্র বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ৯ লাখ ২৬ হাজারের বেশি মানুষ হজ পালন করেছেন। এর আগের বছর প্রায় ৫৯ হাজার জন হজ পালন করেছেন। করোনা মহামারির আগে ২০১৯ সালে প্রায় ২৫ লাখ লোক হজ পালন করেন।

এবার কোভিড-১৯ বিধিনিষেধ সম্পূর্ণভাবে তুলে নেয়া হয়েছে এবং বয়সের সীমা বাতিল করা হয়েছে। জীবনে একবার সব ধর্মপ্রাণ মুসলমান মক্কায় হজ পালনের আকাঙ্খা লালন করেন। এছাড়া সামর্থবানদের অবশ্যই জীবনে একবার হজ পালনের বিধান রয়েছে। তবে অমুসলিমদের এ অনুষ্ঠানে যোগ দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: