facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

পর্দা নামল প্যারিস অলিম্পিকের, শ্রেষ্ঠত্ব যুক্তরাষ্ট্রের


১২ আগস্ট ২০২৪ সোমবার, ০৬:০০  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


পর্দা নামল প্যারিস অলিম্পিকের, শ্রেষ্ঠত্ব যুক্তরাষ্ট্রের

দীর্ঘ লড়াই শেষে পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের। এবারও পদক জয়ের তালিকায় শীর্ষে থেকে আসর শেষ করেছে যুক্তরাষ্ট্র। আগের তিন আসরেও পদক জয়ের লড়াইয়ে রাজত্ব করেছে তারা। এ নিয়ে টানা চারটি অলিম্পিক সবার ওপরে থেকে শেষ করল অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি সোনাজয়ী দেশটি। যুক্তরাষ্ট্রের পরেই সোনা জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছে চীন। যদিও চীন ও যুক্তরাষ্ট্র, দুই দলই সোনা জিতেছে সমান ৪০টি করে। তবে রুপা ও ব্রোঞ্জ জয়ে পিছিয়ে থাকায় দুইয়ে অবস্থান চীনের।

আসরে ৪০ সোনা, ৪৪ রুপা ও ৪২ ব্রোঞ্জসহ মোট ১২৬টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। চীন জিতেছে ৪০টি সোনা, ২৭টি রুপা, ২৪টি ব্রোঞ্জসহ ৯১টি পদক। এশিয়ার দেশগুলোর মধ্যে এবারও নিজেদের রাজিত্ব ধরে রেখেছে জাপান। তারা ২০টি সোনা জিতে দখল করেছে তৃতীয় স্থান। এছাড়াও ১২টি রুপা, ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক জিতেছে দেশটি।

আগের অলিম্পিকের পদক তালিকার পুনরাবৃতি হলো প্যারিসেও। টোকিও অলিম্পিকেও শীর্ষে ছিল এই তিন দেশ। টোকিও অলিম্পিকে ৩৯টি সোনা জিতে প্রথম হয়েছিল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় হওয়া চীন পেয়েছিল ৩৮টি সোনা, স্বাগতিক জাপান তৃতীয় হয়েছিল নিজেদের রেকর্ড ২৭টি সোনা জিতে। শীর্ষ দল যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ১৪টি সোনা জিতেছে অ্যাথলেটিকসে। চীন সর্বোচ্চ ৮টি সোনা জিতেছে ডাইভিংয়ে। তৃতীয় হওয়া জাপানিরা সর্বোচ্চ ৮টি সোনা জিতেছে কুস্তিতে।

প্যারিসে পদক জিতেছে মোট ৮৯টি দেশ। এর বাইরে রিফিউজি দল ও দেশের পরিচয় ছাড়া অ্যাথলেটরাও জিতেছেন পদক। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে এবারই প্রথম ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছে পাকিস্তান। জ্যাভেলিন থ্রোতে টোকিওর সোনাজয়ী ভারতীয় নিরজ চোপরাকে পেছনে ফেলে রেকর্ড গড়ে সোনা জিতেছেনআরশাদ নাদিম।

অলিম্পিকের এবারের আসরে ৩২টি খেলায় ৩২৯টি ইভেন্টে অংশ নিয়েছেন প্রতিযোগীরা। পদক জয়ের লড়াইয়ে অংশ নিয়েছেন ২০৬ দেশের ১০ হাজার ৭১৪ জন অ্যাথলেট। গত ২৭ জুলাই প্রথম পদকের লড়াই অনুষ্ঠিত হয় শুটিংয়ের মিক্সড টিম এয়ার রাইফেলে। ১১ আগস্ট মেয়েদের বাস্কেটবল ফাইনাল এবারের অলিম্পিকের শেষ ইভেন্ট।

বাংলাদেশ থেকে একমাত্র আর্চার সাগর ইসলামই বাছাই পর্ব পার হয়ে সরাসরি যোগ্যতা অর্জন করে। সাগর ছাড়া বাকি চার বাংলাদেশি এবারের অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিয়ে অংশ নিয়েছেন। তারা হলেন শুটার রবিউল ইসলাম, দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন, স্প্রিন্টার ইমরানুর রহমান। কিন্তু কেউই কিছুই করতে পারেনি। আগামী অলিম্পিকের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৮ এর ১৪ জুলাই দেশটির লস অ্যাঞ্জেলেসে বসবে ক্রীড়াবিদদের মিলনমেলা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ