০৭ মে ২০২৩ রবিবার, ১২:৫৪ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
সুন্দরবন সম্পর্কে আরো ধারণা পেতে আগত পর্যটকদের জন্য তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। শনিবার (৬ মে) তথ্যকেন্দ্রটি উদ্বোধন করা হয়। পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে ‘ইন্টারপ্রেটেশন ও ইনফরমেশন সেন্টার’ নামে এই তথ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এ সময় করমজলের নলবুনিয়া খালের ওপর একটি ঝুলন্ত ব্রিজও উদ্বোধন করেন তিনি।
পরে উপমন্ত্রী করমজলের কুমির প্রজনন কেন্দ্রে কুমির প্রজনন বাড়াতে ছয়টি কুমির অবমুক্ত করেন। এ সময় খুলনা বনাঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন, চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব ও করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির উপস্থিত ছিলেন।
হাওলাদার আজাদ কবির বলেন, ‘তথ্যকেন্দ্রটির খুব প্রয়োজন ছিল। প্রতিদিন এই বনে দেশি-বিদেশি ভ্রমণপিপাসু পর্যটকরা আসেন। কিন্তু বন সম্পর্কে তারা সঠিক ধারণা পান না। এই তথ্যকেন্দ্র চালুর মাধ্যমে পর্যটকরা সুন্দরবনকে উপভোগ, সুন্দরবন সম্পর্কে শিক্ষা এবং গবেষণা করতে পারবে।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।