০৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার, ১০:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার বিজনেস24.কম
রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন করপোরেশন ভবন ব্যাংকুয়েট হলে শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল চারটায় বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের (বিটিইএ) ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
এ সময় পর্যটন খাত বিকাশে বিশেষ অবদান রেখেছে এমন ১১টি ক্যাটাগরিতে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ন্যাশনাল ট্যুরিজম বিজনেস অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন। গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম মিনিস্ট্রি স্ট্যান্ডি কমিটির সদস্য সাংসদ সৈয়দা রুবিনা আক্তার মিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য এবং ট্রিয়াবের সভাপতি খবির উদ্দিন আহমেদ, টোয়াবের সিনিয়র সহ সভাপতি শিবলুল আজম কোরেশি। এছাড়াও বিটিইএ-এর চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর, ভাইস চেয়ারম্যান জাহিদুর রহমান শাওনসহ অন্য ডিরেক্টর ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিটিইএ-এর ডিরেক্টর অপারেশন কিশোর রায়হান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিটিইএ-এর ভাইস চেয়ারম্যান ও অনুষ্ঠানের আহবায়ক মাসুদুল হাসান জায়েদী।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।