facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫

Walton

"পাঁচ দশকের বন্ধুত্ব: ৫২ বছর পরও হাতে হাত ধরে চার নারীর হাসিমুখ"


১১ ডিসেম্বর ২০২৪ বুধবার, ০২:০৫  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


১৯৭২ সালের গ্রীষ্ম। চার কিশোরী, বয়স মাত্র ১৭। মা-বাবার চোখ এড়িয়ে ছুটে গিয়েছিলেন ইংল্যান্ডের নৈসর্গিক শহর টর্কুয়েতে। সৈকতে একসঙ্গে হাতে হাত বেঁধে, রঙিন পোশাকে দাঁড়িয়ে তোলা সেই ছবি আজও তাঁদের বন্ধুত্বের অটুট স্মারক।

পেরিয়ে গেছে ৫২ বছর, বয়স এখন ৭০ ছুঁই ছুঁই। কিন্তু বন্ধুত্বে বিন্দুমাত্র চিড় ধরেনি। গত অক্টোবরে আবারও সেই একই স্থানে ফিরে গেলেন ম্যারিয়ন, সুশান, মেরি আর ক্যারল। হাতে হাত ধরে, রঙিন পোশাক পরে ঠিক সেই কৈশোরের মতোই হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়ালেন তাঁরা।

তাঁদের বন্ধুত্বের গল্প যেন সময়ের অবিনশ্বর এক কাব্য। হ্যালিফ্যাক্স থেকে টর্কুয়ে—৩২২ মাইলের পথ পেরিয়ে তিন বন্ধু একত্রিত হন, ভার্চ্যুয়ালি যোগ দেন চতুর্থজন। পোশাক নিয়ে লড়াই, পুরোনো স্মৃতির ঝাঁপি খোলা আর নস্টালজিক আড্ডায় তাঁরা আবার ফিরলেন তাঁদের স্বপ্নময় সেই ছুটির দিনগুলোতে।

আজ চার বন্ধুর ৭ সন্তান আর ১৫ নাতি-নাতনি। কিন্তু তাঁদের বন্ধুত্ব এখনো ঠিক সেই আগের মতোই অমলিন। নিজেরাই বলেন, "আমরা সব সময় একে অপরের সুখ-দুঃখের সঙ্গী।"

হয়তো সময় বদলায়, জীবন পাল্টায়। কিন্তু এই চার নারীর বন্ধুত্ব প্রমাণ করেছে—আসল ভালোবাসা কখনো পুরোনো হয় না।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

নারী ও নারী উদ্যোক্তা -এর সর্বশেষ