০৫ মে ২০২৪ রবিবার, ০৬:৫২ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
পারটেক্স আন্তঃ কোম্পানি ক্রিকেট টুর্নামেন্ট সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে পারটেক্স গ্রুপ ৫টি কমপ্লেক্সের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর এই ক্রিকেট টুর্নামেন্ট ৫টি কমপ্লেক্সের মধ্যে অনুষ্ঠিত হয়।
চারদিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে ড্যানিশ ডেয়ারডেভিলস আম্বার কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পারটেক্স গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ওই ফাইনাল ম্যাচ উপভোগ করেন। পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজিজ আল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক, ড্যানিশ কনডেন্সড মিল্ক (বাংলাদেশ) লিমিটেড, আজিজ আল মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক, পারটেক্স পেপার মিলস লিমিটেড, শওকত আজিজ রাসেল, চেয়ারম্যান আম্বার গ্রুপ, রুবেল আজিজ, ব্যবস্থাপনা পরিচালক পারটেক্স বেভারেজ ও বিভিন্ন কমপ্লেক্সের ডিরেক্টাররা ও তাদের পরিবারবর্গ ওই ম্যাচ উপভোগ করেন।
ম্যাচ শেষে বিজয়ী দলকে নজরুল ইসলাম বাবু, এমপি নারায়নগঞ্জ ২ ও হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ ট্রফি প্রদান করেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।