facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ মার্চ বুধবার, ২০২৫

Walton

পিছিয়ে গেল হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি


২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার, ১০:০৪  এএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


পিছিয়ে গেল হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি

পিছিয়ে গেল বহুল প্রতীক্ষিত হামাস ও ইসরায়েলের ৪ দিনের যুদ্ধবিরতি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি শুরুর কথা থাকলেও ইসরায়েল জানিয়েছে শুক্রবারের আগে কোনো জিম্মি মুক্তি পাচ্ছে না। ফলে বৃহস্পতিবার শুরু হচ্ছে না যুদ্ধবিরতি।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক।

বেসামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। হামাসের পক্ষ থেকেও প্রথম এমন আভাস মিলে মঙ্গলবার। গতকাল বুধবার মধ্যস্থতাকারী কাতারের পক্ষ থেকে জানানো হয় বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়।

মধ্যস্থতাকারীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হবে জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি। কিন্তু সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, শুক্রবারের আগে হামাস জিম্মি মুক্তি দিচ্ছে না বলেজানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা পরামর্শক জাচি হানেগবি এক বিবৃতিতে বলেন, ‘আমরা জিম্মির মুক্তির ব্যাপারে আলাপ চালিয়ে যাচ্ছি।’

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস তাদের কাছে জিম্মি থাকা ৫০ জন বন্দি মুক্তি দেবে, বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দিতে হবে। চারদিন পরেও যুদ্ধবিরতি বাড়তে পারে। ৫০ জনের পর প্রতি ১০ জন জিম্মি মুক্তির বিনিময়ে একদিন করে যুদ্ধবিরতি বর্ধিত করবে ইসরায়েল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ